রাসেল আমার লক্ষী ভাইটি
আয় না ফিরে আয়
দুজন মিলে ঘুরতে যাব
টুঙ্গিপাড়া গাঁয়।
সেই গাঁয়েতে রাসেল তুমি
করতে বসবাস
ফুলুপাখিদের সাথে খেলে
কাটতো বারোমাস।
ফুলুপাখিরা সবাই আছে
রাসেল তুমি নাই
তোমায় ছাড়া টুঙ্গিপাড়ায়
কেমনে করে যাই?
থাকব বসে আমি শুধু
তোমার অপেক্ষায়
আসলে তুমি দুজন মিলে
যাব তোমার গাঁয়।