পঁচাত্তরের পনেরো আগস্ট
দত্ দানোর ছানা,
রাসেল সোনার বাড়ি জুড়ে
ফায়ার একটানা ।
লুটিয়ে পড়ে বাবা মাও
ভাইয়া বাড়ির লোক,
ছোট্ট-রাসেল ভয়ে ভীত
মনে কঠিন শোক।
হঠাৎ ঘাতক জাপটে ধরে
রাসেল সোনার ঘাড়
অট্ট হেসে বলে-‘বাপু’
কেউ পাবে না পার।
রাসেল কেঁদে বলে-‘আমি
মায়ের কাছে যাবো;
তোমরা আমায় মারলে আমি
ভীষণ ব্যথা পাবো।
মায়ের কাছে ছুটে যেতেই
বুলেট আঘাত হানে,
না ফেরারই দেশে সে যায়
বাবা মায়ের টানে।
সেই রাসেল আজ অনেক বড়
“জয় বাংলা” বলে,
জোছনা রূপে আঁধার তাড়ায়
রাত্রি গভীর হলে।