রাসেল আমার ভাই

রণবীর আখতার শাওন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

রাসেল কোথায় রাসেল কোথায়
কোথায় তাকে পাই
রাসেল আমার বন্ধু আপন
রাসেল আমার ভাই।

বঙ্গবন্ধুর ছোট ছেলে
সবার প্রিয়জন
কেঁদে ওঠে আকাশ বাতাস
খোঁজে আমার মন।

পূর্ববর্তী নিবন্ধমনটা আমার নিত্য কাঁদে
পরবর্তী নিবন্ধরাসেল