রাসেল ছিল প্রজাপতি
উড়তো ফুলের বনে
মিতালীতে থাকতো মেতে
ফুল-পাখিদের সনে !
টুং- টাং -টিং বেল বাজিয়ে
ঘুরতো যে সাইকেলে
কোথায় রাসেল হারিয়ে গেল
সবকিছু আজ ফেলে !
রাসেল এখন দূরের তারা
মিটি মিটি জ্বলে
ফুল -পাখি, চাঁদ-তারারাও
তার কথাই বলে !
জন্মদিনে জানাই তাকে
গভীর ভালোবাসা
রাসেল ছিল ভোরের পাখি
ফুলকলিদের ভাষা !
পাখিরা সব গুমরে কাঁদে
নেই ফুলেদের ঘ্রাণ
পঁচাত্তরের দানব কিছু
কাড়লো যে তার প্রাণ !
রাসেল, রাসেল, কোথায় রাসেল ?
আওয়াজ শোনা যায়
রাসেল আছে শিশুর মাঝে
সমগ্র বাংলায়!