রাসূলের (সা.) সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলুন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লামা ইয়াহইয়া

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, দুনিয়া ও আখিরাতের জীবনে আমাদেরকে সফল হতে হলে অন্তরে আল্লাহর প্রতি প্রকৃত মুহাব্বত ধারণ করতে হবে এবং রাসূল (সা.)’র অনুসরণ করে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে। ছোটখাটো মতভেদকে পেছনে ঠেলে মুসলমানদের পারস্পরিক মজবুত ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে চলতে হবে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সরব সহযোগিতামূলক অংশ নেওয়ার পাশাপাশি সর্বস্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই কেবল মুমিনের দুনিয়াবী জীবন সফলকাম হতে পারে।
গতকাল শুক্রবার দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এসব কথা বলেন। শুক্রবার প্রতিষ্ঠানটির বার্ষিক মহফিলের পূর্ব ঘোষণা থাকলেও বৃহস্পতিবার বাদ যোহর থেকেই বয়ান শুরু হয়। মাহফিল উপলক্ষে বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়। বক্তব্য রাখেন বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, আল্লামা সুলতান যওক নদভী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, আল্লামা মুফতি জসিমুদ্দীন, আল্লামা উবায়দুল্লাহ হামজা, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা হাবীবুর রহমান কাসেমী, আল্লামা সাজেদুর রহমান, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরী, আল্লামা ফোরকান আহমদ, আল্লামা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার ত্রয়োদশ সম্মেলন
পরবর্তী নিবন্ধমেডিক্যাল টেকনোলজিস্টদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে