রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদ হালিশহর থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন গত মঙ্গলবার রাত ১১টায় হালিশহরের নিজ বাড়ি সংলগ্ন রামপুরের বউবাজার কেতুরা মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদ।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের সভা
পরবর্তী নিবন্ধনগর আওয়ামী লীগ নেতা ইউসুফ চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ