একুশ এখন প্ল্যাকার্ড ফেস্টুন মিছিল আর স্লোগান।
একুশ আমার বাংলা মায়ের দামাল ছেলের নাম।
একুশ আমার রাষ্ট্র ভাষার বাংলার আহ্বান।
একুশ আমার ভাষা শহীদের
রাজপথে ঢেলে দেওয়া রক্তের দাম।
একুশ আমার ঝরে পড়া চল্লিশটি তাজা প্রাণ।
একুশ আমার বাহান্নর প্রথম কবিতা ও গান।
একুশ এখন শিমুল পলাশ অগ্নি ঝরা
কৃষ্ণচুড়ার লালে লাল।
একুশ আমার শহীদ মিনারে নগ্ন পায়ে
পুষ্প স্তবক অর্পণে সম্মান।
একুশ এখন দেশে দেশে বিশ্ববাসীর
শক্তি মহীয়ান।