পুলিশ

অপু বড়ুয়া | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

শান্তি সুখে করবো বসত

ঝুট ঝামেলা ছাড়া

দিনের শেষে ঘুমায় মানুষ

যায় ঝিমিয়ে পাড়া।

এমনই চায় দেশের মানুষ

চাইলে কি আর হয়?

দিনের বেলা হয় ছিনতাই

রাত্রি শঙ্কাময়।

চোর ডাকাতের উপদ্রবে

হয় না রাতে ঘুম

সন্ত্রাসীরা ছুঁড়ছে বোমা

কোথাও বা ডুম ডুম।

এসব থেকে রেহাই দিতে

আছেন পুলিশ ভাই

দিন রাত্রি পরিশ্রমে

তাদের জুড়ি নাই।

দেশ সমাজের সুরক্ষাতে

সজাগ থাকেন তারা

রাষ্ট্র যেত অচল হয়ে

থানা পুলিশ ছাড়া।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রভাষা বাংলা
পরবর্তী নিবন্ধএকুশের কাব্য