রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ

নগর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাষ্ট্রদ্রোহ মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গত রোববার জেলা ও মহানগরে সমাবেশ অথবা মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে গতকাল বিকেলে বারিক বিল্ডিং মোড়ে নগর বিএনপি এবং দোস্ত বিল্ডিং থেকে পুরাতন রেল স্টেশন পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
নগর বিএনপি : নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ১/১১ এর সরকার গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্ত করছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হেয় করতে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে। অথচ দেশের কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে সম্পূরক চার্জশিট দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশে অবস্থান করলেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এখনো অব্যাহত রয়েছে।
গতকাল বারিক বিল্ডিং মোড়ে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, বিএনপি নেতা শামসুল আলম, এইচ এম রাশেদ খান, আব্দুল মান্নান রানা, মো. হারুণ, হুমায়ুন কবির সোহেল, আবু সাঈদ হারুণ, মোহাম্মদ আজম, কামরুন্নাহার লিজা, আলী আজম চৌধুরী, মো. নাছির, মো, ইউসূফ, হাজী মোহাম্মদ হোসেন, সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা খান, তারিকুল ইসলাম তানভীর, নুর জাফর রাহুল।
দক্ষিণ জেলা বিএনপি : সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তারেক রহমান বার বার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার। মিথ্যা মামলা দিয়ে তাকে স্তব্ধ করা যাবে না, কারণ ১৬ কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জনতার তারেক রহমান সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এদেশের মাটিতে ফিরে আসবেনই, ইনশাআল্লাহ।
সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য মোশাররফ হোসেন, বদরুল খায়ের চৌধুরী, এস.এম. মামুন মিয়া, আবু মোহাম্মদ নিফার, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, নুরুল কবির, এহসানুল মওলা, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইসহাক চৌধুরী, চেয়ারম্যান মো. লোকমান, রাসেল ইকবাল মিয়া, শহীদুল্লা চৌধুরী, ইউসুফ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, এডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম শহীদ, নুরুন্নবী চৌধুরী, হাসান চৌধুরী, মো. আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, তৌহিদুল ইসলাম, শেফায়েল উল্লাহ চক্ষু।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধস্ক্র্যাপ চোর চক্রের ৭ সদস্য আটক