রাশেদ রউফ-এর অন্ত্যমিল সাড়া | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ কোথায় যুক্তি, কোথায় মুক্তি কোথায় স্বাধীনতা! সকল কাজে হুজুর হুজুর মানছি নীরবতা। যেখানে নেই বলার সুযোগ সুতোর টানে নাচা! চলার যদি পথ না থাকে রুদ্ধশ্বাসে বাঁচা! এক ‘হৃদয়ের’ জন্য এখন উঠলো জেগে পাড়া বিজ্ঞানকে এগিয়ে নিতে দিচ্ছে সবাই সাড়া।