রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

কষ্ট

যেদিকে যাই কিংবা তাকাই
দুঃখ ভরা মন
কোথায় আমার উন্নত শির
কোথায় যে শরণ!

হনন দেখি, ক্ষরণ দেখি
দেখছি অপমান
গর্ব করা ঐতিহ্য
নিমিষে খানখান!

হৃদয় পোড়ে। হাওয়ায় ওড়ে
নিন্দা ও বদনাম
কষ্ট-ক্ষোভে দাঁড়িয়ে আছে
আমার চট্টগ্রাম!

পূর্ববর্তী নিবন্ধ‘আমি মায়ের কাছে যাব’
পরবর্তী নিবন্ধব্লুমংক