রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

স্বার্থবিহীন

সৎসঙ্গে বাস করে যে
সকল রকম দোষ তাড়ায়
ঘরের খেয়ে সকাল বিকাল
বনের সকল মোষ তাড়ায়।
লোভের পিছে ছোটে না সে
ক্ষোভের আগুন জ্বালায় না
বিপদ আপদ দেখেও অটল
রাস্তা থেকে পালায় না।

কৃত্রিমতার ধার ধারে না
এ-ধার ও-ধার মেলায় না
স্বার্থবিহীন এমন মানুষ
কাউকে কিন্তু তেলায় না।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও নজরুল বাঙালি হৃদয়ে চির জাগরুক থাকবে
পরবর্তী নিবন্ধআলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী