রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

হায় রে সময়

স্বার্থ দিয়েই দুনিয়াদারি

আর তো কিছুই বুঝি না

নিজের লাভেই কর্ম ধর্ম

নিয়মরীতি খুঁজি না।

 

যে শোনাবে তত্ত্বকথা

যে দেখাবে পথ

সে যদি হয় ‘ছুদুর বুদুর’

কোথায় ভবিষ্যৎ!

 

হায় রে সময় এই সমাজে

আদর্শ পাই কই

বিবেক বুদ্ধি উধাও যখন

নেপোয় মারে দই।

পূর্ববর্তী নিবন্ধনিউমার্কেটে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রচারণা
পরবর্তী নিবন্ধসেই এক সময় ছিল