নীরবতা
আমরা এমন, বুঝতে চাই না
কার কী রকম দোষ!
হই না কোনো অনুতপ্ত
করি না আফসোস।
আমরা এমন বুঝতে চাই না
কার কী রকম গুণ!
নুন খেলেও ব্যস্ত থাকি
করতে তাকে খুন।
আমরা এমন কাজ করে যাই
বুঝি না সম্মান
নীরবতায় মাথায় চড়ে
সহস্র শয়তান।
| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ
