রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সত্য

কেউ ভালোবাসে গল্পগুজব

কেউ ভালোবাসে গানকে

কেউ ধরে রাখে ধনসম্পদ

কেউ রাখে সম্মানকে।

 

আমি ভয় পাই কুকুরসাপকে

আমি ভয় পাই দৈত্যকে

কেউ ভয় পায় সহজ সরল

চলমান এই সত্যকে।

 

কেউ ভয় পায় পাটিগণিতের

হরকে এবং লবকে

আমি ভয় পাই আশেপাশে থাকা

কিছু কিছু বেয়াদবকে।

পূর্ববর্তী নিবন্ধরাতে নয় দিনেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবো
পরবর্তী নিবন্ধ‘চিনি দেড় চামচ’ শিরোনামে চতুষ্টয় গান প্রকাশনা অনুষ্ঠান