সত্য
কেউ ভালোবাসে গল্প–গুজব
কেউ ভালোবাসে গানকে
কেউ ধরে রাখে ধন–সম্পদ
কেউ রাখে সম্মানকে।
আমি ভয় পাই কুকুর–সাপকে
আমি ভয় পাই দৈত্যকে
কেউ ভয় পায় সহজ সরল
চলমান এই সত্যকে।
কেউ ভয় পায় পাটিগণিতের
হরকে এবং লবকে
আমি ভয় পাই আশে–পাশে থাকা
কিছু কিছু বেয়াদবকে।