বাইরে বাইরে সবাই সুখী
কেউ হয়তো কৃষক শ্রমিক
শিল্পী কিংবা কবি নয়,
জীবন সবার রঙ্গমঞ্চ
সবাই করে অভিনয়।
দু:খ–কষ্ট সঙ্গী করে
যে যতোদূরে আসিয়াছে,
শত রকম কষ্টে থেকেও
মুখে কিন্তু হাসি আছে।
বাইরে বাইরে সবাই সুখী
ভিতর খবর কে রাখে?
শরীরটা ঠিক, হৃদয় কিন্তু
আটকে থাকে পেরাকে।