লোকটার জুড়ি নাই
লোকটার সব আছে
ঘরে কলরব আছে
ভালো অনুভব আছে
সব আছে – সব আছে
তার কোনো জুড়ি নাই–
তার মতো আর কারো
ইয়া বড় ভূঁড়ি নাই।
লোকটার টাকা আছে
দ্রুতযান চাকা আছে
সিলেট ও ঢাকা আছে
মামা মামী কাকা আছে
তার কোনো জুড়ি নাই–
তার মতো আর কারো
স্বপ্নের পুরী নাই।
ছেলে আছে লোকটার
নেই কোনো শোক তার
বাহাদুরি ক্ষমতার
এতো কথা – কাতুকুতু!
তবু সুড়সুড়ি নাই–
টাকা ইনকামে নাকি
লোকটার জুড়ি নাই।