রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

আকাশ ছুঁয়েছে দ্রব্যের দাম

নিয়ম মাফিক সবকিছু হয়

নিয়ম মাফিক জয় পরাজয়,

নিয়মের চাকা উল্টো ঘুরলে

শুদ্ধ থাকে না সুর গতি,

রাষ্ট্রের মাঝে মানুষের মাঝে

নেমে আসে ঠিক দুর্গতি।

গরমের কালে ঝরছে তো ঘাম

আকাশ ছুঁয়েছে দ্রব্যের দাম

মানুষ ভুলছে খাবারের কথা

ভুলতে বসেছে তেষ্টাই,

তুমি আমি চলি ঝিমিয়ে ঝিমিয়ে

চলছে না কোনো চেষ্টাই।

পূর্ববর্তী নিবন্ধআমানতছফা-বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনিঝুম দ্বীপের নিঃসীম নিরালায়