ভালোর সঙ্গে মন্দ
স্বর্গের সাথে নরক থাকবে
ভালোর সঙ্গে মন্দ
যুগ যুগ ধরে সুনীতি কুনীতি
লেগে আছে মহাদ্বন্দ্ব।
দ্বন্দ্ব কখনো বন্ধ হবে না
ভালো ও মন্দে বিশ্ব–
ঘাত–প্রতিঘাতে কেউ লাভবান
কেউ হয়ে যায় নিঃস্ব।
নিয়মানুযায়ী সবকিছু হয়
নিয়মানুযায়ী ঘটবে–
মঙ্গল যত সামনে ছুটবে
অশুভরা পিছু হটবে।
চিরন্তনের বাণী নিয়ে তাই
দু’হাতে কাটাই ভ্রান্তি–
দেশের ভেতরে মানুষের মনে
প্রতিষ্ঠা পাক শান্তি।