রাশিয়া হানা দিলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে বাইডেন

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:৩০ অপরাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোনালাপে রাশিয়ার হুমকি মোকাবেলার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া ফের ইউক্রেনে হানা দিলে এর কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। হেয়াইট হাউজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিডিনিউজের।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্ত উত্তেজনা চলাকালে এক মাসের মধ্যেই দু’দফা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বাইডেন। পুতিনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কয়েক দিনের মাথায় গত রোববার ইউক্রেনের নেতার সঙ্গে কথা বলেন বাইডেন। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে জানান, রাশিয়া যদি ইউক্রেইনে আরও বেশি হস্তক্ষেপ করে, তবে যুক্তরাষ্ট্রসহ এর মিত্রদেশ ও সহযোগীরা কঠোর জবাব দেবে। বাইডেনের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি একটি টুইটে ‘অটুট সমর্থন’ দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক যে বিশেষ প্রকৃতির, এ ফোনালাপই তার প্রমাণ। ফোনালাপে ইউক্রেইন-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করাসহ ইউরোপে শান্তি বজায় রাখা, উত্তেজনা মোকাবেলা এবং নানা সংস্কারকাজ নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে। ইউক্রেইন সংকট নিয়ে আলোচনা করতে জেনেভায় আগামী ৯ ও ১০ জানুয়ারি বৈঠক করার কথা রয়েছে মার্কিন ও রুশ কর্মকর্তাদের। বাইডেন বলেছেন, জেনেভার এই বৈঠকের আগেই রাশিয়ার পক্ষ থেকে সংকট প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলে পুতিনকে জানিয়েছেন তিনি। সম্প্রতি ইউক্রেনের কর্মকর্তারা তাদের দেশের সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েনের কথা জানিয়ে দেশটিতে রাশিয়া শিগগির আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও অভিযোগ করে বলেছে, সেনা মোতায়েনের মধ্য দিয়ে ইউক্রেনে হামলার পরিকল্পনা করেছে মস্কো। ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে কড়া হুঁশিয়ারিও দিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য ইউক্রেনে হামলার ব্যাপারে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। তবে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ২০২২ সালে রাশিয়া শিগগিরই ইউক্রেনে সামরিক হামলা শুরু করতে পারে। এই হুমকির মুখে বাইডেন গত শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সর্তক করে বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করলে মস্কোকে চরম মূল্য দিতে হবে। ভোট করতে হবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। আর এর পরপরই বাইডেন ইউক্রেনকে সমর্থন জানালেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে দৈনিক সংক্রমণ হাজারের ওপরে
পরবর্তী নিবন্ধবান্দরবানে শ্বশুর বাড়িতে এসে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু যুবকের