সীমানা পুনরুদ্ধার, রাশিয়ার হামলার ক্ষতিপূরণ এবং যুদ্ধাপরাধে দায়ীদের সাজা নিশ্চিত করবে এমন প্রকৃত আলোচনায় কিয়েভ মস্কোর সঙ্গে বসতে রাজি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার রাতে দেওয়া ভাষণে তিনি এমন্তব্য করেন।
আপসবিমুখ কিয়েভের একরোখা ভাব তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নষ্ট করে দিতে পারে, এই আশঙ্কায় ইউক্রেন যেন আলোচনায় বসতে তাদের আগ্রহের সংকেত দেয় যুক্তরাষ্ট্র তা খুব করে চাইছিল বলে কয়েকদিন আগেই ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল।
মঙ্গলবার বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জেলেনস্কির। তার আগে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যারাই জলবায়ু ইস্যু নিয়ে সিরিয়াস, তাদের যত দ্রুত সম্ভব রাশিয়ার আগ্রাসন থামানো, আমাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার এবং রাশিয়াকে প্রকৃত শান্তি আলোচনায় বসাতে বাধ্য করার ব্যাপারেও সিরিয়াস হওয়া দরকার।