রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পদক পেলেন স্থপতি আশিক ইমরান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান রাশিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক লাভ করেছেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে নগরীর লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত হন তিনি।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেঙান্ডার ইগনাতভ গতকাল সোমবার দুপুরে স্থপতি আশিক ইমরানকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক হস্তান্তর করেন। রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের উদ্যোগ নেওয়ায় আশিক ইমরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মেমোরিয়াল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।
এ সময় তিনি এই মেমোরিয়াল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আশিক ইমরান বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। রেডকিন মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো- বাংলাদেশ কখনোই তার প্রকৃত বন্ধুদের ভুলে যায় না।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধা ও ভালোবাসায় আইয়ুব বাচ্চুকে স্মরণ
পরবর্তী নিবন্ধস্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন