রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ : ম্যাক্রোঁ

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কিয়েভের কাছ থেকে আরও অস্ত্র সাহায্যের জন্য জরুরি আবেদন আসার মধ্যে ম্যাক্রোঁ একথা বললেন। বিবিসি জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বক্তব্যে তিনি বলেছেন, ইউক্রেনে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমা সরবরাহ করতে একটি জোট গঠনে রাজি হয়েছেন ইউরোপীয় নেতারা। খবর বিডিনিউজের।

তবে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে কোনও মতৈক্য হয়নি। কিন্তু তাই বলে সেনা পাঠানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, রাশিয়া যাতে জিততে না পারে, সেজন্য যা যা করা দরকার সবই আমরা করব। সোমবার ইউক্রেইনের সমর্থনে প্যারিসে জরুরি বৈঠকে সমবেত হয়েছিলেন ২০টি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। রাশিয়াকে একমাত্র আগ্রাসী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা রাশিয়ার জনগণের সঙ্গে যুদ্ধে নেই। আমরা কেবল রাশিয়াকে যুদ্ধে জিততে দিতে চাই না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমঙ্গল অভিযানের সম্ভাবনা বাড়াল মহাকাশে প্রথম রোবট সার্জারি