বিজিবির রামু ব্যাটালিয়ন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি । রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানায়, শনিবার (৯ মার্চ) সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কঙবাজারগামী একটি পিকআপ থামানো হয়। এ সময় তল্লাশী চালিয়ে চালক মো. রবিউল ইসলাম (২১) কে ইয়াবাসহ আটক করা হয়।












