রামুতে পিকআপ চাপায় ইউপি সদস্য নিহত

রামু প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার কলেজ গেইট এলাকায় একটি দ্রুতগামী পিকআপের চাপায় মো. জুবাইর (৩৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে রামুর কলেজ গেইটের পশ্চিমে কঙবাজার-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে জুবাইর রামু থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবাহী পিকআপ (মিনিট্রাক) মো. জুবাইরকে চাপা দেয়। এতে তার মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়।

রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়নাল ও রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, মো. জুবাইর হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনাটি রহস্যজনক। তাকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমো. আইয়ুব আলী
পরবর্তী নিবন্ধবিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি