রামুতে গরু পাচারকালে ডাকাতের গুলিতে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে গরু পাচারকালে ডাকাতের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম (৪৮) গরু পাচারে নিয়োজিত শ্রমিক বলে জানা গেছে। তিনি রামুর গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৫টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ও জোয়ারিয়ানালা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, রাতের আধারে গরু পাচারের সময় সীমান্তবর্তী এলাকায় ডাকাত দল আবুল কাশেমকে গুলি করে হত্যা করেছে। প্রথমে ওই স্থানে গরু পাচারকারীরা ডাকাত দলের আক্রমণের শিকার হয়। ওইসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান। চেয়ারম্যান বাবুল আরও জানান, গত কয়েক মাসের ব্যবধানে এ ইউনিয়নে গরু পাচারকে কেন্দ্র করে চারজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধভবনের ৬ তলা থেকে ল্যাপটপ ও নগদ টাকা চুরি, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউপজেলা নির্বাচন : প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬.১%