রামগড়ে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন আজ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম রাজ্য সংলগ্ন ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন আজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করবেন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, মঙ্গলবার (আজ) দুপুর সাড়ে ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এসময় ভারতের প্রধানমন্ত্রী সাব্রুমে একাধিক স্থাপনার উদ্বোধন করবেন। সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অনলাইনে যুক্ত থাকবেন না, তবে তাঁর রের্কডকৃত ভিডিও বার্তা সম্প্রচার করা হবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী কর্তৃক ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন হবে। তবে বাংলাদেশ অংশে (রামগড়ে) এই নিয়ে কোনো আনুষ্ঠানিকতা নেই। সেতুটির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি হবে। উল্লেখ্য, ভারতের ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তানিশ চন্দ্র আগারওয়াল ইনপাকন প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে ৮২.৫৭ কোটি টাকা ব্যয়ে রামগড়ের মহামুনিতে ফেনী নদীর উপর ৪১২ মিটার দৈর্ঘ্য ও ১৪.৮০ মিটার প্রস্থের আন্তর্জাতিক মানের মৈত্রী সেতু নির্মিত হয়। ২০১৭ সালের ২৭ অক্টোবর থেকে নির্মাণকাজ শুরু করে দীর্ঘ ৩ বছর পর গত জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হয়। ১২টি পিলার সংবলিত সেতুটির বাংলাদেশ অংশে নির্মাণ করা হয়েছে আটটি এবং ভারতের অংশে চারটি পিলার। যাতে স্প্যান রয়েছে ১১টি। এর বাংলাদেশ অংশে সাতটি ও ভারত অংশে চারটি। নদীর অংশে ৮০ মিটারের স্প্যান এবং নদীর দু’পাড়ের ৫০ মিটারের দুটিসহ মোট ১৮০ মিটার দৈর্ঘ্যের এ তিনটি স্প্যানই হচ্ছে সেতুর মূল স্প্যান।
প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে রামগড়-সাব্রুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত হয়। এরপর ২০১৫ সালের ৬ জুন বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে ট্রানজিট সুবিধা, যাতায়াত ব্যবস্থা সহজতর করা এবং আমদানি-রফতানি বৃদ্ধির লক্ষ্যে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নামে ফেনী নদীর ওপর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৭ সালের ২৭ অক্টোবর থেকে মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধকোন মানিক দণ্ডিত নিরূপণে হবে বিচারিক তদন্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১১৪ জনের করোনা শনাক্ত