রাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটের ক্লাব প্রতিনিধি সভা অনুষ্ঠিত

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের ক্লাব প্রতিনিধি সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ কার্যালয়ে সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে এবং ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত দলগুলোর প্রতিনিধি ও সংস্থার সদস্যবৃন্দের সহযোগিতায় অংশ গ্রহণকারী ২৪টি দলকে লটারির মাধ্যমে আটটি গ্রুপে ভাগ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন চৌধুরী, ইবাদুল হক লুলু, ক্রিকেট কমিটির ভাইসচেয়ারম্যান ওসমান গণি মনছুর, আলী তাকের পারভেজ, নির্বাহী কমিটির সদস্য শামিনাজাত খোকন, সিরাজুল হক খান, কমিটির যুগ্ম সম্পাদক ওয়ালিউল আবেদীন শাকিল চৌধুরী, আব্দুল গফুর পন্টি, শাহ পরান নিশান, ফুটবল কমিটির যুগ্ন সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, জহির উদ্দীন, কমিটির সদস্য ইয়াছিন আরাফাত, জসিম আরমান। গ্রুপ ভিত্তিক দল গুলো হচ্ছে ঃ ক গ্রুপে রয়েছে মিলোনিয়াম ক্রিকেট একাডেমি, ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাব, চিটাগাং জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি। খ গ্রুপে রয়েছে বাদশা মিয়া স্মৃতি সংসদ, মাদারবাড়ী শোভনীয় ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি। গ গ্রুপে রয়েছে চিটাগাং ক্রিকেট একাডেমি, স্বাধীনতা ক্রিকেট একাডেমি, ইনডিপেন্ডেন্ট ক্রিকেট একাডেমি। ঘ গ্রুপে রয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি, সাইনং স্পোটস একাডেমি। ঙ গ্রুপে রয়েছে বায়োজিদ স্পোর্টিং ক্লাব, কিংস ক্রিকেট একাডেমি, জে.ডি.সি ক্রিকেট একাডেমি, চ গ্রুপে রয়েছে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহম্মদ ক্রিকেট একাডেমি, ছ গ্রুপে রয়েছে শাহ গরিবুল্লাহ স্পোটিং ক্লাব, মিরসরাই ক্রিকেট একাডেমি, শতাব্দী ক্রিকেট একাডেমি, জ গ্রুপে রয়েছে চিটাগাং ওয়ারিয়র্স স্পোটিং ক্লাব, ইস্পাহানি ক্রিকেট একাডেমি, এস.এস.ক্রিকটে একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর কাপ দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাউজানে পিয়াল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন