চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগে জেডিসি ক্রিকেট একাডেমি এবং নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে এ দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় জেডিসি ক্রিকেট একাডেমি ৯৮ রানে বায়েজিদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। জেডিসি ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে বায়েজিদ স্পোর্টিং ক্লাব সব উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তোলে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন মো. তাসনিমুল শাওন এবং সর্বোচ্চ ৪ উইকেট নেন তৌহিদ হোসেন।
বায়েজিদ স্পোর্টিং ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন সাফায়ত আল জাকির এবং আহনাফ সর্বোচ্চ ৪ উইকেট নেন। দিনের দ্বিতীয় খেলায় নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব ২ উইকেটে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে অল আউট হয়ে। জবাবে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব ৯ উইকেটর বিনিময়ে ১২০ রান তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন নুর উদ্দিন এবং সর্বোচ্চ ৪ উইকেট নেন সৌকত। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির পক্ষে সিয়াম সর্বোচ্চ ৩৭ রান করেন এবং সর্বোচ্চ ৪ উইকেট নেন ইমরান।