অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে লায়ন্স চক্ষু হাসপাতালের অত্যাধুনিক ‘রানু প্রভা-অশ্বিনী কুমার বিশ্বাস অপারেশন থিয়েটার’ গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. সরফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথ্যালমোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. শওকত কবীর, লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর একুশে পদকপ্রাপ্ত আজাদী সম্পাদক এম এ মালেক, ইঞ্জিনিয়ার লায়ন এম আই খাঁন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন মোস্তাক হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম নাসির উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ লায়ন এস দোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, অধ্যাপক ডা. প্রকাশ চৌধুরী, অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নাজমুল হক রবি, রেটিনা রোগ বিশেষজ্ঞ ডা. এম এ রাকিব, গ্লুকোমা রোগ বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহেদ, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খাঁন, কন্সালটেন্ট ডা. সুমনা সরকার, ডা. মোসাম্মৎ আফরোজা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. সরফুদ্দিন আহম্মেদ সংস্কারকৃত লায়ন্স হাসপাতালের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রাক্তন জেলা গভর্নর ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও তার সহধর্মিনী লেডি গভর্নর লায়ন ডা. রোজী দত্ত বিশ্বাসের সহযোগিতায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনাকৃত ‘রানুপ্রভা-অশ্বিনী কুমার বিশ্বাস’ অপারেশন থিয়েটার চক্ষু হাসপাতালের সেবার মান বৃদ্ধি করেছে। এর মাধ্যমে এতদঞ্চলের হতদরিদ্র সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।












