গান স্যালুট, গজদন্ত রঙা গাউন ও নীল উত্তরীয় পরা বার্বি পুতুল অবমুক্ত আর উইন্ডসর প্রাসাদে দুই সাদা ঘোড়ার সঙ্গে এলিজাবেথের নতুন একটি ছবি প্রকাশের মধ্য দিয়ে পালিত হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্য শাসন করা রানির ৯৬তম জন্মদিন। শতবর্ষ থেকে ৪ বছরের দূরত্বে থাকা এলিজাবেথ তার এবারের জন্মদিন নরফোকের সান্দ্রিংহামেই কাটাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার তিনি হেলিকপ্টারে করে তার সান্দ্রিংহামের বাড়িতে গেছেন, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সেখানেই তার সঙ্গে যোগ দেবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজপরিবারের সদস্যদের পাশাপাশি যুক্তরাজ্যের মন্ত্রীরাও এরই মধ্যে রানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন; স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় এলিজাবেথ এ বছর তার বেশিরভাগ দায়িত্ব পালন থেকেই বিরত ছিলেন।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর এলিজাবেথ ব্রিটেনের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ডজনেরও বেশি ভূখণ্ডের রানি হন।