খসে পড়ে মুদ্রা নাচের রাত অভিসার
সোনালি শস্য জীবন ব্যাকরণ;
ঝরে পড়ে ফুল ক্লান্তিহীন অঝোর
সীমানা ব্যথার যৌবন অশ্রু বিসর্জন।
চাঁদ পুরাতন ঢেকে যায় আকাশ নিশীথে
তরল আঁধার চোখে ভাসমান নীলে;
সুধা ঢেলে রাত গহীন নিঃসঙ্গতায় আকাশ
ছেড়ে যাই কোলাহল মুগ্ধ প্রেম অনুরাগে…