রাতের আকাশে রঙিন ফানুস

ছবি: অনুপম বড়ুয়া | বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ১১:০৩ অপরাহ্ণ

বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারাদেশে পালন করছে তাদের অন্যতম ধর্মীয় উৎসব আশ্বিনী পূর্ণিমা যা প্রবারণা পূর্ণিমা নামেই বেশি পরিচিত। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস পালনের পর আসে এই আশ্বিনী বা প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমার প্রধান আকর্ষণ হলো ফানুস উত্তোলন। এদিন রাতের আকাশ তারার মতো অসংখ্য রঙিন ফানুসে আলোকিত হয়ে উঠে। পটিয়ার পিঙ্গলা সর্বজনীন বিহার থেকে ফানুস ওড়ানোর এই ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া

পূর্ববর্তী নিবন্ধদেড় বছর পর করোনায় মৃত্যুহীন ঢাকা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পারিবারিক বিরোধে নিহত ২