হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া গ্রামে রাতের আঁধারে এক পরিবারের প্রায় ছয় শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের একজন।
অভিযোগ সূত্রে জানা যায়, উদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকান্দর মিয়ার সন্তান হাবিব, সাইফুল ইসলাম ও মহিন উদ্দীন কয়েক সপ্তাহ আগে উক্ত বাগানে বিভিন্ন ফল গাছের পাশাপাশি প্রায় চারশত কলা গাছের চারা লাগান। পূর্বের লাগানো ছোট–বড় প্রায় দুইশটিসহ সব মিলে প্রায় ছয়শত কলা গাছ ছিল বাগানটিতে। বুধবার সকালে বাগানে গিয়ে দেখা যায় মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বাগানের প্রায় সব কলা গাছ কেটে তছনছ করে ফেলেছে।
অভিযোগকারী মহিম উদ্দীন গণমাধ্যমকে জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছি আমরা। কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না। আমরা ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হয়েছি।








