চবি ছাত্রলীগের দুইগ্রুপে দেড় ঘণ্টা ইটপাটকেল ছোড়াছুড়ি

রাতে হোটেলে খাবার খেতে গিয়ে বাকবিতণ্ডা

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে রাতে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ক্যাম্পাসের শাহ আমানত হলের সামনে অবস্থিত ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সিক্সটি নাইন শাহজালাল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান করে। প্রায় দেড় ঘণ্টা ইটপাটকেল ছুড়ে দুইপক্ষ। পরে প্রক্টরিয়াল বডি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে হলের গেইটে। দুই পক্ষ হলের ভিতরে অবস্থান করছে। এরমধ্যে সিঙটি নাইনের নেতৃত্ব দিচ্ছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। তিনি ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। আর সিএফসির নেতৃত্বে আছে মির্জা খবির সাদাফ। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

টিপু ও সাদাফ বলেন, খাবারের দোকানে আমাদের কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর বাকিরা সেটা সামলাতে গেলে সংঘর্ষে রূপ নেয়। প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে কাটা হল ৬০০ কলাগাছ
পরবর্তী নিবন্ধআম পাড়তে গিয়ে প্রতিপক্ষের হামলা, অতিথিসহ আহত ১০