রাজ-পরীর ‘গুণিন’ মুক্তি পেল ২০ প্রেক্ষাগৃহে

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

অবশেষে মুক্তি পেল পরীমনি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি গতকাল শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে ‘গুনিন’ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। এখানে যারা কাজ করেছেন, প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। খবর বাংলানিউজের।কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর আগে ২০ ফেব্রুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় এটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে।
এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধমাধুরীর চোখে তার নায়করা কে কেমন
পরবর্তী নিবন্ধশুরুর আগেই বন্ধ হয়ে গেল সালমান খানের সিনেমার কাজ!