হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঋষি কাপুরের ছোট ভাই রাজিব কাপুর। বলিউড অভিনেতা রাজিব কাপুর মঙ্গলবার দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ‘রাম তেরি গঙ্গা মেলি’ খ্যাত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। খবর বিডিনিউজের।
গত বছর এপ্রিল মাসে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বলিউডের অভিনেতা ঋষি কাপুর। আর এই বছর চলে গেলেন তার ছোট ভাই। বলিউডের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের তিন ছেলের মধ্যে শুধু বেঁচে রইলেন অভিনেতা রণধীর কাপুর। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আজ সকালে রাজিব হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার সুযোগ মেলেনি, তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। রাজিবের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে শুধু লেখেন, আর-আই-পি। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রাজিব কাপুর। ‘রাম তেরি গঙ্গা মেলি’ ছাড়াও রাজিব কাপুরের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘আসমান’, ‘লাভার বয়’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পারদেশ’। ১৯৯০ সালের ‘জমিনদার’ ছবির পর আর কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। তার পরিচালিত ছবির মধ্যে আছে ‘প্রেমগ্রন্থ’। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লাট চালে’র প্রযোজক এবং সম্পাদনার ভূমিকা পালন করেন তিনি।