উত্তরা মোটরস লিমিটেডের সিইও দিলীপ ব্যানার্জী ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহাদাত হোসেন আকস্মিক সফরে গতকাল শনিবার চট্টগ্রামের ডিলার রাজা মিয়া অ্যান্ড সন্সে আসেন। সিইও দিলীপ ব্যানার্জী বলেন, ২০০৪ মডেলের সিএনজি প্রতিস্থাপনের জন্য বাজাজ ২০২০ এর নতুন মডেল সিএনজি অটো রিঙা কিনতে যাতে ক্রেতারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে। রাজা মিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন বলেন, ২০০৪ মডেলে পুরাতন গাড়ির কোম্পানির মধ্যে অনেকে আছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও চালক শ্রেণির। তাদের অনেকের গাড়ি কেনার সামর্থ্য নেই। তাদের জন্য ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে বাকিতে সিএনজি গাড়ি কেনার সুবিধা রাখা হয়েছে। এই সময় আরো উপস্থিত ছিলেন এজিএম মো. তোফাজ্জল হোসাইন। উত্তরা মোটরস, চট্টগ্রামের শাখা প্রধান মো. শফিউর রহমান, জালাল উদ্দিন, আহমেদ হিরো প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।