এক বছর আগে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরুর পরই আরব আমিরাতে চলে যান স্পেনের সাবেক রাজা প্রথম হুয়ান কার্লোস। এক বছর পর আট লাখ ২১ হাজার ডলার পরিশোধ করেছেন তিনি। এ তথ্য জানিয়ে হুয়ান কার্লোসের আইনি প্রতিষ্ঠান দাবি করে, সাবেক রাজা যেকোনো সময় যেকোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। খবর বাংলানিউজের।
স্পেন এবং সুইজারল্যান্ডে তদন্ত শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পাড়ি জমান ৮২ বছর বয়সি রাজা। এরপর থেকেই তিনি স্পেনের বাইরে। সত্তরের দশকে স্পেনে স্বৈরতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজা প্রথম হুয়ান কার্লোস। পরে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় নিজের সন্তান চতুর্থ ফিলিপকে রাজমুকুট পরিয়ে সরে যেতে হয় তাকে।