ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। সিংহাসনে বসার ছ’মাসের মধ্যেই তার শরীরে ক্যান্সারের উপস্থিতি শনাক্ত হলো। বিবিসি জানিয়েছে, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি প্রোস্টেটের ক্যান্সারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার ‘নিয়মিত চিকিৎসা’ শুরু হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে গত মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিক ভাবে চার্লসের সিংহাসনে বসার রাজকীয় প্রক্রিয়ার সূচনা হয়েছিল। গত ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছিলেন তৃতীয় চার্লস। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।