রাজামিয়া অ্যান্ড সন্সের নতুন সিএনজির রোড শো

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

উত্তরা মোটরসের মাধ্যমে বাজারে এলো বাজাজের এফএল প্যাকেজের নতুন রি সিএনজি অটোরিকশা। এ উপলক্ষে প্রতিবারের ন্যায় তাদের অন্যতম ডিলার রাজা মিয়া অ্যান্ড সন্স আয়োজন করে একটি রোড শো। প্রতিষ্ঠাতা আলহাজ্ব রাজা মিয়া কোম্পানির সঞ্চালনায় উত্তরা মোটরস লিমিটেড, চট্টগ্রামের সেলস ও মার্কেটিংয়ের মাহমুদুল হাসান ও রিয়াজুল ইসলাম রোড শো উদ্বোধন করেন। স্বত্বাধিকারী মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, পূর্বের যে কোন সময়ের তুলনায় আরো আরামদায়ক, আরো আধুনিক ও অধিক শক্তিশালী বাজাজ সিএনজি গাড়ির এফএল প্যাকেজ নতুন ভার্সনটি রিপ্লেসম্যান্টের মালিক চালকদের পরিচিত করতে এই আয়োজন। রোড শোটি গতকাল সোমবার সারাদিন মেট্রো এলাকায় প্রদক্ষিণ করে ও বিভিন্ন গ্যারেজ ভিজিট করে। এসময় আরো উপস্থিত ছিলেন, মোস্তাক, ব্যবস্থাপক জালাল উদ্দিন, এয়াকুব, শ্রমিক নেতা স্বপন, আলী আজগর সর্দার, রাজ মোটরসের এস এম মিজান, আহমেদ হিরো, জাফর আহমেদ, জিএম রনি ফিরোজ, সাজান, রবি, রফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তর্জাতিক মানে সিআইইউ
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ৯ম বিশেষ সভা