রাজাপুকুর লেন থেকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লার রাজাপুকুর লেন এলাকা থেকে যিশু চৌধুরী নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানাধীন করোঙ্গাতলী বাজার এলাকার সমীর চৌধুরীর ছেলে। গতকাল ভোর সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটি জেলার বাঘাইছড়ি এলাকায় এক উপজাতি কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি তিনি।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বলেন, ১৫ জুলাই উপজাতি কিশোরীকে গণধর্ষণের ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তার যিশু চৌধুরী ও কয়েকজনকে সাথে নিয়ে বিপ্লব বড়ুয়া নামে একজন এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ভিকটিমের মা বাঘাইছড়ি থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধক্রিমিয়া সেতুতে ট্রাক বিস্ফোরণ, নিহত ৩
পরবর্তী নিবন্ধমাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার