এবারও রাজস্ব আদায়ে বার্ষিক টার্গেট ফেল করেছে টেকনাফ স্থল বন্দর। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত গেলো বারো মাসে শুল্ক খাতে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৮৫ কোটি ৪৬ লাখ ১২ হাজার টাকা। যা বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩ কোটি ৮৮ হাজার টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ স্থল বন্দরে ১৬৮ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব আদায়ের বার্ষিক টার্গেট নির্ধারণ করা হয়।
এর আগের বছর অর্থাৎ ২০১৯-২০২০ অর্থ বছরেও টেকনাফ বন্দর রাজস্ব আদায়ের বার্ষিক টার্গেট পূরণে ব্যর্থ হয়। ওই অর্থ বছরে ১৫০ কোটি ৯ লাখ টাকা বার্ষিক লক্ষ্যমাত্রার মধ্যে রাজস্ব আদায় হয় ১২৯ কোটি ৫২ লাখ ৫৪ হাজার টাকা। ঘাটতি ছিল ২০ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার টাকা। কিন্তু ধারাবাহিকভাবে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যে অশনিসংকেত দেখছেন কেউ কেউ। কাস্টসম সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থ বছরে দু’ হাজার ৪৬৪ টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৮৫ কোটি ৪৬ লাখ ১২ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩ কোটি ৮৮ হাজার টাকা কম। মিয়ানমার থেকে পুরো এক বছরে ৬৯ হাজার ৪৬০. ৮৪৯ মেট্রেক টন পণ্য আমদানি করা হয়। যার আমদানি মূল্য ৪২৪ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এই বন্দরে ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এ ছাড়া অন্যান্য খাতে টেকনাফ শুল্ক স্টেশন গেল অর্থ বছরে ২০ কোটি ৫০ লাখ ৯৬ হাজার টাকা, শাহপরীরদ্বীপ গবাদিপশু করিডোর খাতে গরু, মহিষ ও ছাগল আমদানি বাবদ ৩৮ কোটি ৬২ লাখ ১৩শ টাকা রাজস্ব আদায় করে।
অপরদিকে ২০১৯-২০২০ অর্থ বছরে ৪৮০৫ টি বিল অব এন্ট্রির মাধ্যমে মিয়ানমার থেকে ১ হাজার ১১১ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ১ লাখ ৮৯ হাজার ৪৩৭ মেট্রিক টন পণ্য আমদানি বাবদ ১২৯ কোটি ৫২ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছিল।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মো: আব্দুর নূর জানান, মিয়ানমারে জাতীয় নির্বাচন, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ও কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে। তাই গেল অর্থ বছরেও আগের বছরের মত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।