রাজস্থলীতে ১৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ আটক

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গত ২৬ ও ২৭ জুলাই দুইদিনের অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। সূত্র জানায়, কাপ্তাই জোন এবং সেনাবাহিনী রাজস্থলী সাব জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি মুখ এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্যেশ্যে পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুন কাঠগুলো আটক করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।
পাল্পউড বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিদিন কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃত কাঠগুলো রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট চট্টগ্রামের সচেতনতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস