রাঙামাটির রাজস্থলী উপজেলায় নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেডম্যানপাড়ার আবদুল আওয়াল ভূঁইয়া মাস্টার বাড়ির পুকুর পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পুকুর পাড়ে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য আজ শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে রাজস্থলী থানায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।