রাজস্থলীতে গাড়িচালকের উদ্ধার দাবিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১১:৫৯ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ গাড়িচালক সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির আহবানে এ হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬ থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়।

সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে নাগরিক কমিটির সদস্যদের। হরতালের কারণে যান চলাচল বন্ধের পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে।

তবে হরতালকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

গত ৪ ডিসেম্বর রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া নামক এলাকা থেকে নিখোঁজ হন স্কেভেটর ( মাটি কাটার গাড়ি) চালক মো. সালাউদ্দিন সালাউদ্দিন নিখোঁজ হন। পরিবার ও স্থানীয়দের দাবি অবৈধ অস্ত্রধারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদ ভবন হবে আইকনিক
পরবর্তী নিবন্ধআবারও করোনা শূন্য চট্টগ্রাম