টুঙ্গিপাড়ায় জন্মেছিল রাজনীতির এক কবি
মনের তুলিতে স্বপ্ন এঁকেছিল স্বাধীন বাংলার ছবি।
তাঁর ভাষণে জাদু আছে, আছে স্বদেশ প্রীতি
স্বাধীন বাংলায় আজও রচিত হয় তাঁর নামেতে গীতি।
দামাল ছেলেটির কন্ঠ শুনলে আজও হৃদয় কাঁদে
আগস্ট এলে কবিরা সবাই শোকগাথা গান বাঁধে।
এই কবিরই আত্নত্যাগে দেশের মানুষ ঋণী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু নামে তাঁকে সবাই চিনি।
তাঁর নামে কর্ণফুলীতে ভাসাই ভালোবাসার সাম্পান
এই বাংলার অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।