আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিএনপি দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় থাকলেও দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং জঙ্গী রাষ্ট্রে পরিণত করেছিল। তাই তারা এখন শেখ হাসিনার সঙ্গে রাজনীতিতে না পেরে মিথ্যাচার করে বেড়াচ্ছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় সাতকানিয়ার স্থানীয় বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের উপর সাতকানিয়া–লোহাগাড়া মৈত্রীসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে–কানাচে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ৪ লাখ ২০ হাজার মিটার ব্রিজ–কালভার্ট নির্মাণ এবং সাড়ে ৪ লাখ কিমি রাস্তা পাকা করা হয়েছে। নানা ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে পদ্মাসেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ উৎপাদন, ৯ লাখ ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন।
অনুষ্ঠানের উদ্বোধক লোহাগাড়ার স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী বলেন, এখানকার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম টিআর–কাবিখার নাম দিয়ে অস্ত্র কিনেছেন। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে মালয়েশিয়ায় পাচার করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা লোপাট করে দাঁড়ি পাল্লায় ভোট কিনে এমপি হয়েছেন। তারা ইসলামের নামে কলঙ্ক। এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আগামীতে জামায়াত–শিবির যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করবে।
সাতকানিয়া–লোহাগাড়া মৈত্রী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি এম. ইদ্রিচের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার ফোরক আহমদ প্রমুখ।
সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এসএম আজিজের যৌথ সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. হাছান আলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও এরফানুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।












