রাজধানীতে চট্টগ্রামের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে গত শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নগরের ২০ জন এবং ৮ জন দক্ষিণ জেলার।

সমাবেশ শেষে এবং সমাবেশের আগের রাতে বাসাবাড়ি ও বিভিন্ন আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নগর ও দক্ষিণ জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

নগরের যারা : নগরের যারা গ্রেপ্তার হয়েছে তারা হচ্ছেন বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম কালু, মহিউদ্দিন জুয়েল, মহানগর যুবদল নেতা এম আর খান ফারুক, নাজিম উদ্দিন হিরো, ইপিজেড থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাদ বারেক, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, আব্বাস আলী, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মঈনুদ্দিন বারেক, পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সাজ্জাদ, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম অপু, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা রাহাদ মির্জা, বায়েজিদ থানা ছাত্রদল নেতা শাকিল খান, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. ওসমান ও মো. সিরাজ।

নগর বিএনপির দপ্তরের দায়িত্ব পালনকারী মো. ইদ্রিস আলী আজাদীকে বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কারাগারে প্রেরণ করা ২০ জনের বিষয়ে নিশ্চিত হয়েছি।

দক্ষিণের ৮ জন : দক্ষিণ জেলার গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পটিয়া উপজেলা বিএনপি নেতা শাহজাহান তালুকদার, যুবদল নেতা আবদুল নুর, মোহাম্মদ শওকত, মোহাম্মদ সাইফুদ্দিন সাইফু, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ, আনোয়ারা উপজেলা যুবদল নেতা আলী হোসেন, জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী অহিদ, ইশতিয়াক নোমান চৌধুরী জামি ও লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদুল ইসলাম তৌকির।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মঈনুল আলম ছোটন আজাদীকে বলেন, সর্বশেষ ৮ জনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হয়েছি। এর বাইরে আরো একজনের হদিস পাচ্ছি না। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। গ্রেপ্তারকৃতদের ২০২০ সালের পুরনো মামলায় আসামি দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ঝলমল করছে কুতুবদিয়া
পরবর্তী নিবন্ধগণ্ডগোল কেন হলো না, বিএনপি নেতাদের ওপর চটেছে তারেক