রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ শাহ দরবারে ওরশ

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আল্লামা শাহ্‌ সৈয়্যদ রাহাতুল্লাহ্‌ নকশবন্দী (রহ.) এবং আল্লামা সৈয়্যদ বিসমিল্লাহ শাহ্‌ নঈমী নকশবন্দী (রহ.) এর ওরশ গত শনিবার রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ শাহ দরবারে অনুষ্ঠিত হয়। আনজুমানে শায়দা-এ মুস্তফার ব্যবস্থাপনায় ওরশে দশজন হত দরিদ্র ছেলে সন্তানকে ফ্রি খতনা এবং ১৬০ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হয়। বাদে মাগরিব অনুষ্ঠিত আজিমুশ্‌শান মিলাদ মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন রাহাতিয়া বিসমিল্লাহ্‌ শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবু নওশাদ নঈমী (মা.জি.আ)। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়্যদ মোস্তফা কাউসার নঈমী, ডা. মুহাম্মদ ইসমাঈল হোসেন, ডা. এস এম সালেহ জাহাঙ্গীর, আল্লামা আলী শাহ নেছারী, সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, শাহজাদা সৈয়্যদ মোরশেদ নঈমী, আল্লামা মুফতি হাসান মুরাদ কাদেরী, আনোয়ার হোসাইন শাওন, মাওলানা ইদ্রিস আল কাদেরী, জাহাঙ্গীর আলম আত্তারী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা আবদুর রহিম কাদেরী, মাওলানা বেলাল উদ্দীন কাদেরী, মাওলানা মোসলেহ উদ্দীন জাবেদ, ছাত্রনেতা শাহে ইমরান রনি, মাওলানা আবীর শাহ কাদেরী, মাওলানা ইমাম হোসাঈন নঈমী, মাওলানা ইসকান্দর হোসেন কাদেরী, মুহাম্মদ সাদ্দাম হোসেন, শেখ মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ মুসা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবারো পাঁচ দিনের রিমান্ডে ইদ্রিস সিআইপি
পরবর্তী নিবন্ধশ্রমিকদের মজুরি থেকে চাঁদা নেওয়া বন্ধের দাবি